🔥আপনি কি জানেন, বাংলাদেশ থেকে Amazon এ ব্যবসা করা সম্ভব? 🔥
E-Book Overview
Amazon FBA Wholesale অ্যামাজন এর সবচাইতে নিরাপদ এবং সবচাইতে জনপ্রিয় একটি বিজনেস মডেল। কারণ এই মডেল এ সেলাররা বিভিন্ন ব্র্যান্ড ও হোলসেলারদের কাছ থেকে অনুমদিত ভাবে হোলসেল প্রাইজে মালামাল ক্রয় করে তা খুচরা দামে অ্যামাজন মারকেটপ্লেসে সেল করে। এই মডেল এর সবচাইতে ভাল দিক হল, এখানে আপনাকে সেল নিয়ে চিন্তা করতে হবে না, বা এখানে আপনাকে Ads এ খরচ করতে হয় না। কারণ এই মডেলে সেলাররা শুধু হাই সেলিং প্রডাক্টগুলোই টার্গেট করে।
যেমন মনে করেন আপনি একটি সুপার শপের মালিক। ইউনিলিভার এর Dove/Lux etc সাবান আপনি কোন মার্কেটিং না করলেও বিক্রি হবে। কারন ইউনিলিভার আলরেডি মিলিওন ডলার মার্কেটিং এ খরচ করে এসব ব্র্যান্ড কে মার্কেট এ ইস্টাবলিশড করেছে। ঠিক আপনার মতই Amazon এর সেলাররা বিভিন্ন ব্র্যান্ড এর পপুলার আইটেম গুলো টার্গেট করে Amazon এ সেল করে।
আনুমানিক ৩ থেকে ৫ লক্ষ টাকা হলে আপনি Amazon FBA Wholesale ব্যবসা করতে পারবেন। আপনার ব্যবসার সাকসেস নির্ভর করবে আপনার প্রডাক্ট রিসার্চ এর উপর। আপনি যত ভালো প্রডাক্ট রিসার্চ করবেন আপনার লাভের সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে অথেন্টিক প্রোডাক্ট সোর্স করতে হবে। কোনোভাবে ইনঅথেন্টিক বা নকল প্রোডাক্ট সেল করা যাবে না।
আমার এই ই-বুকটিতে আমি চেষ্টা করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ধারণা দিতে। আপনি যদি প্রপারলি আমার এই ই-বুকটি ফলো করেন, ইনশাআল্লাহ আমি আশা করি আপনি একটি সাকসেসফুল বিজনেস গড়ে তুলতে পারবেন।
🎯 কিভাবে Amazon Wholesale Model কাজ করে?
✅ Amazon এ অলরেডি যেসব প্রোডাক্ট হাই-সেলিং, প্রথমে সেই প্রোডাক্টগুলো রিসার্চ করে বের করতে হবে
✅ তারপর ওই প্রোডাক্টের অথেন্টিক সাপ্লায়ার খুঁজে বের করতে হবে
✅তারপর সাপ্লাইয়ারের সাথে অফিশিয়াল ওয়েতে কমিউনিকেশন করে প্রোডাক্টগুলো সোর্স করতে হবে
🟡 কেন Amazon FBA Wholesale মডেল বেছে নেবেন?
✅ সেল করার জন্য Ads এ কোনো খরচ করতে হয় না
✅ কম ইনভেস্টমেন্টে শুরু করা সম্ভব
✅ Amazon এর ওয়ার্ল্ড ক্লাস ডেলিভারি, স্টোরেজ, কাস্টমার সার্ভিস এর সুবিধা
✅ ফাস্ট প্রফিট, সহজ স্কেলিং এর সুবিধা
🧠 এই ই-বুকটিতে আমি শিখিয়েছি—
👉 কিভাবে অথেন্টিক প্রোডাক্ট সংগ্রহ করবেন
👉 কিভাবে হাই সেলিং ও লাভজনক প্রোডাক্ট রিসার্চ করবেন
👉 Amazon এ কিভাবে সেল শুরু করার A 2 Z গাইডলাইন
Chapters
					 Chapter One: Introduction  
							
			
			
		
						
				What is Amazon FBA Wholesale?
Amazon এর শর্ট ফর্ম গুলো জানি
					 Chapter 2: Business Preparation 
							
			
			
		
						
				Company Formation & Necessary Certificates
Software or Tools We Need
Amazon Account Creation
					 Chapter 3: Product Research Masterclass 
							
			
			
		
						
				Amazon প্রডাক্ট রিসার্চ কি
Amazon প্রডাক্ট রিসার্চ ক্রাইটেরিয়া
প্রডাক্ট রিসার্চ সিক্রেট ফর্মুলা ১
প্রডাক্ট রিসার্চ সিক্রেট ফর্মুলা ২
প্রডাক্ট রিসার্চ সিক্রেট ফর্মুলা ৩
					 Chapter 4: Idea Validation 
							
			
			
		
						
				Idea Validation কি?
How to use Keepa
Amazon FBA Revenue ক্যালকুলেটর
					 Chapter 5: Supplier Communication  
							
			
			
		
						
				Supplier Communication কি?
ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের নাম ও কন্টাক্ট কীভাবে খুঁজে পাব?
কিভাবে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করব?
Supplier Communication Email Template
Supplier Communication Phone Script
Supplier Verification
Amazon Invoice Requirements
					 Chapter 6: List Your Product on Amazon  
							
			
			
		
						
				What is Product Listing?
List Your Product
					 Chapter 7: Creating Shipping Plan 
							
			
			
		
						
				Steps of Creating Shipping Plan
Start Creating Shipping Plan
					 Chapter 8: Amazon Ads 
							
			
			
		
						
				Amazon Ads কি?
Amazon Ads এর গুরুত্ব পূর্ণ মেট্রিক্স সমূহ
Amazon Advertisement Chart
					 Chapter 9: Ad campaigns designed for you 
							
			
			
		
						
				Ad campaigns designed for you
Ads Strategy Day 1-30
Ads Strategy Day 31-60
A Golden Tip for Amazon PPC
					 Chapter 10: Bonus 
							
			
			
		
						
				Offers on Softwares
FAQ
Conclusion
Contact US
Order Now
FAQ
1. Amazon Wholesale ব্যবসা কী লাভজনক?
হ্যাঁ, এটি একটি লাভজনক ব্যবসা। পাইকারী দামে মাল ক্রয় করার কারণে এই ব্যবসা থেকে ১৫% থেকে ৩০% লাভ করা সম্ভব। আপনি খুব সহজেই ৫০ হাজার থেকে কয়েক লক্ষ টাকা এই ব্যবসা থেকে আয় করতে পারবেন।
2. Amazon FBA Wholesale ব্যবসা করতে কি পরিমাণ টাকার প্রয়োজন?
আনুমানিক ৩ থেকে ৫ লক্ষ টাকা হলে আপনি Amazon FBA Wholesale ব্যবসা করতে পারবেন। আপনার ব্যবসার লাভ নির্ভর করবে আপনার প্রডাক্ট রিসার্চ এর উপর। আপনি যত ভালো প্রডাক্ট রিসার্চ করবেন আপনার লাভের সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।
3. আমি কিভাবে Profitable Product পাব?
আমাদের ট্রেইনিং এর বড় একটি বৈশিষ্ট হল প্রডাক্ট রিসার্চ। আমরা আপনাকে একজন দক্ষ প্রডাক্ট রিসার্চ এক্সপার্ট হিসেবে গড়ে তুলবো, যাতে আপনি শুধু নিজের ব্যবসাতেই না, বরং বিভিন্ন মারকেটপ্লেসে একজন দক্ষ প্রডাক্ট রিসার্চার হিসেবেও কাজ করতে পারেন।
4. Amazon FBA Wholesale ব্যবসা করতে কি কি ডকুমেন্টস দরকার হয়? 
Amazon FBA Wholesale ব্যবসা করতে কিছু ডকুমেন্টস দরকার হয়। এগুলো নিচে দেয়া হল।
– কম্পানী নিবন্ধন বা US LLC (Limited Liability Corporation)
– ই আই এন নাম্বর বা EIN (Employer Identification Number)
– রিসেল সারটিফিকেট (Resale Certificate)
– BOIR Number
– কম্পানী ওয়েবসাইট 
– কম্পানী ইমেইল
5. Amazon FBA Wholesale ব্যবসার ডকুমেন্টস করতে খরচ কেমন হয়? 
Amazon FBA Wholesale ব্যবসার ডকুমেন্টস করতে স্টেট ভেদে খরচ একেক রকম হয়। তবে সব মিলিয়ে আপনি $500 থেকে $1200 ইউ এস ডলারের মধ্যে ডকুমেন্টস এর জন্য এপ্লাই করতে পারবেন।
6. আমি কি ডকুমেন্টস ছাড়া ব্যবসা করতে পারবো?
হ্যাঁ, আপনি Amazon FBA Arbitrage বা Online Arbitrage করতে পারবেন, তবে একটি স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে ডকুমেন্টস করতে হবে। আমরা আপনাকে Amazon FBA Arbitrage ও এই কোর্সে শিখাবো।
7. বাংলাদেশ থেকে Amazon Account করতে কি কি প্রয়োজন?
বাংলাদেশ থেকে Amazon Account করতে প্রয়োজনঃ
– ইমেইল
– ইউএস ফোন নাম্বার
– ব্যাংক স্টেটমেন্ট 
– ইউটিলিটি বিল
8. Amazon এ ব্যবসা বা Amazon স্টোর ম্যানেজারের চাকরী করতে English Skills কেমন থাকা লাগে?
Amazon এ ব্যবসা বা Amazon স্টোর ম্যানেজারের চাকরী করতে হলে আপনার মিডিয়াম লেভেল এর English Skills থাকা লাগবে। আপনি যেন ইংরেজী পড়ে উত্তর লিখতে পারেন, এইটুকু স্কিল থাকলে চলবে।
 
				 
			 
			 
			 
			 
			 
			 
			